
| বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হকারদের উদ্দেশ্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যান চলাচল ও নাগরিক চলাচলের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবেনা।
বুধবার সকালে নগর ভবনে হকার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এ সময় মেয়র বলেন- রমনা, গুলিস্থান, মতিঝিল, শাহবাগসহ ব্যস্ত এলাকায় দিনের বেলা কোনো হকার বসতে পারবে না। তবে সন্ধ্যা সাড়ে ৬টার পরে তারা বসতে পারেন।
তিনি বলেন, হকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের বিদেশে চাকুরির ব্যবস্থা করা হবে।
হলিডে মার্কেট সম্পর্কে মেয়র খোকন বলেন, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার হলিডে মার্কেট বসবে। তবে শনিবার কোনো এলাকার মার্কেট বন্ধ থাকলেও সে এলাকায় হলিডে মার্কেট বসবে।
Posted ১০:১৭ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain