
| মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
এক এগারোর সময় ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘১/১১ এর ষড়যন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।
আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।
মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ফখরুদ্দিন-মইনুদ্দিনের সরকারেরই ধারাবাহিকতা মাত্র।
আন্তর্জাতিক স্বার্থকে সফল করার জন্যই এক এগারোর সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল দাবি করে মোশাররফ হোসেন বলেন, এক এগারোর সরকার গণতন্ত্রকে বাক্সবন্দি করেছিল, আওয়ামী লীগ সরকারও একই কায়দায় গণতন্ত্রকে বাক্সবন্দি করছে।
বিএনপির এ নেতা বলেন, ‘ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের ফসল। তারাই ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। তার প্রমাণ শেখ হাসিনা বিদেশ যাওয়ার সময় বলেছিলেন এই সরকার আন্দোলনের ফসল’। দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় সেনা সমর্থিত সরকার।
মোশারফ হোসেন বলেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে জরুরি অবস্থা জারি হয়। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বয়কট করলেও জরুরি অবস্থা জারি হয়নি। ওই সময় জনগণ ভোট দেয়নি। তবে মাত্র ১০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সেই ধারাবাহিকতায় পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জন ভোট দিতে পারে নাই।
৭ জানুয়ারি সমাবেশের অনুমতি না দিয়ে সরকার বিএনপিকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, এলডিপির সিনিয়র যুগ্ন মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।
Posted ১৫:০৪ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain