
| মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গিনেজ বুক নাম শুনলেই শিহরিত হতে হয়। বাংলাদেশের নাম একবার উঠেছে আবারো গিনেজ বুকে, আবারও উঠতে যাচ্ছে।
মাত্র একদিন পরই হতে চলেছে বিশ্বরেকর্ড। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নাম লেখা হয়ে থাকবে স্বার্ণাক্ষরে।
বিশ্বরেকর্ডের পথে হাঁটছে বাংলাদেশ। পৃথিবীর সর্ববৃহৎ ডিজিটাল ক্লাস করিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পৌরসভা সংলগ্ন থানার মাঠে ডিজিটাল এ ক্লাসের সকল আয়োজন প্রায় সম্পন্ন। জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনতার ঢল নামবে মাত্র একদিন পর। বাংলাদেশের বিখ্যাতসব শিক্ষাবিদরা ডিজিটাল এ পাঠদান করাবেন। কিশোরগঞ্জ তথা বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র।
বুধবার সকাল ১১টায় এ প্রোগ্রাম শুরু হওয়ার সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। পরিপাটি অ্যাড ফার্ম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এ অনুষ্ঠানটি পরিচালনা করছে।
পরিপাটির পরিচালক সজল রহমান ও মশিউর রহমান জানান, প্রায় (৩৫০০) তিন হাজার পাঁচশত শিক্ষার্থীকে একসঙ্গে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করার জন্য বড় আকারের ২০ টিরও বেশি ক্লাস রুম থাকবে। প্রত্যেকটি ক্লাস রুমে থাকছে অত্যাধুনিক সাউন্ড সিষ্টেম ও ৪২ ইঞ্চি ফোর ডি এলইডি টিভি। এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশে এই প্রথম হতে যাচ্ছে।
আধুনিক প্রযুক্তির সকল সুবিধা সম্বলিত এ অনুষ্ঠানে ১৫০ ইঞ্চি টিভিতে ক্লাস নিবেন দেশ বরেণ্য শিক্ষাবিদরা। অস্ট্রেলিয়া ২৯০০ শত শিক্ষার্থীকে এক সঙ্গে ক্লাস করিয়ে এ রেকর্ড করেছিল।
Posted ০৮:২৭ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain