
| সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কমলাপুর বন্দরে মিথ্যা ঘোষণায় আনা উত্তর কোরিয়ার কূটনীতিকের দামি রোলস রয়েস ঘোস্ট মডেলের গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার দুপুরে গাড়ীটি আটক করা হয়। এই গাড়ির আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে আজ সবার উপস্থিতিতে আইসিডি বন্দরে আনীত কন্টেইনারটি খোলা হয়। গাড়ি ২০১৫ সালের সিলভার কালারের ঘোস্ট মডেলের।
এটি বিএমডব্লিউ এক্স ৫ হিসেবে ঘোষণা দেয়া হয়েছিলো। ৬৬০০ সিসির এই গাড়িটি অত্যন্ত বিলাসবহুল হিসেবে খ্যাতি রয়েছে। এই গাড়ি উত্তর কোরিয়ার বহিস্কৃত কূটনীতিক মি. হ্যান সন ইক এর নামে আসে। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন।
সিগারেট চোরাচালানের দায়ে তাকে গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে বহিস্কার করা হয়। এর আগে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়ার আরেক কূটনীতিককে হাতেনাতে ধরা হয়।
Posted ০৯:৪৪ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain