| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যৌথবাহিনীর অভিযানের ছত্রছায়ায় আওয়ামী লীগে সশস্ত্র বাহিনীর তাণ্ডবে সাতক্ষীরা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘যৌথবাহিনীর তিন দিনের অভিযানে সাতক্ষীরা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মনে হয় সেখানে ভূমিকম্প হয়েছে।’
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে টানা ৮৩ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে দলের এই মুখপাত্র এসব কথা বলেন।
নির্বাচনের নামে দেশে নাটক চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারকে বলবো জনগণের রাষ্ট্র জনগণের কাছে সমর্পণ করুন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধানের রক্ষার নামে রাষ্ট্রের মালিক জনগণের ওপর যে নিপীড়ন চলছে, তা সর্বকালের সব রেকর্ড অতিক্রম করে যাচ্ছে। জনগণের ওপর যে গুলি চালানো হচ্ছে তা সংবিধান রক্ষা নয়, বরং ক্ষমতায় থাকার অপচেষ্টা।’
তিনি বলেন, ‘গণমাধ্যমে এসেছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনে যে হলফনামা দিয়েছে, তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে অনুরোধ করা হয়েছে। এখন জনগণ ও আমরা অপেক্ষা করছি- আওয়ামী লীগের এমন আবদার কমিশন পূরণ করে কিনা।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘রবিবার মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা দেবে। আওয়ামী লীগ আর ইসি পরষ্পর পরষ্পরের দায়িত্ব পালন করে যাচ্ছে।’
‘এরশাদ সাহেব বললেন- তার দল নির্বাচনে অংশ নিচ্ছে না, সুতরাং ইসি যেন কাউকে লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে ইসি বিদ্রোহী প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছে’ যোগ করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী খুব গুঁছিয়ে বলেছেন, এই নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে। অথচ জামায়াত ছাড়াও ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল রয়েছে।’
‘বিদেশিরা বলেছে- এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, মন্ত্রীরা বলেছেন তাতে কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ প্রার্থীরা নিজ এলাকায় যাচ্ছে না, সেটাও সমস্যা নয়। কারণ ইসি তাদেরকে নির্বাচিত ঘোষণা করে দেবেন’ বলেন তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বরাবরের মতো আজও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর তাণ্ডবলীলা অব্যাহত ছিল। লক্ষীপুরে পুলিশের গুলিতে যুবদলের একজন নিহত হয়েছে। ফরিদপুরে একজনের অবস্থা আশঙ্কাজনক।’
হেফাজতকে সমাবেশ করার অনুমতি না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা সব দলমত দমনের সরকার। স্বাধীন দেশের মানুষের কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছে। তাদেরকে আর যাই বলা হোক না কেন, গণতান্ত্রিক সরকার বলা যায় না।’
Posted ০০:৫০ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin