| শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার নতুন ছবি ‘ধেৎতেরিকি’-এর কাজ। তবে ছবির পরিচালক শামিম আহমেদ রনী আরও একটু গুছিয়ে কাজটি করছেন। অবশেষে নতুন এ ছবির জন্য ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ফারিয়া।
তিনি বলেন, কাল থেকে পুবাইলে এ ছবির কাজ শুরু হবে। পুরো মাসই এ ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে। এ ছবিতে আমাকে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করতে দেখবেন দর্শক। নতুন বছরে নতুন ছবির কাজ। তাই প্রস্তুতিও নিতে হচ্ছে বেশ। কারণ এ ছবিতে আমার চরিত্রের নাম শান্তি। সাত ভাইয়ের এক বোন আমি। লাঠিয়াল পরিবারের সদস্য বলা যায়। পরিবারের অন্য সদস্যদের মতো নিজেও লাঠিখেলায় বেশ পারদর্শী। কয়েকদিন এজন্য লাঠি খেলার অনুশীলনও করতে হয়েছে আমাকে। ভালো একটি কাজই হতে যাচ্ছে। আর পরিচালক নিজেও বেশ দক্ষ।
এ ছবির পাশাপাশি খুব শিগগিরই শুভ ও ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’ ছবিটিও মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। আর ছবিগুলো প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ‘ধেৎতেরিকি’ ছবির পরিচালক শামিম আহমেদ রনী বলেন, ফারিয়া ও শুভ দু’জনই দু’ধরনের চরিত্রে হাজির হচ্ছেন। কমেডি-রোমান্টিক ঘরানার এই ছবিতে নতুন জুটি রোশান ও ফারিনকে দেখতে পাবেন দর্শক।
Posted ০৮:৫০ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain