
| শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো। বড় লজ্জা দিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। শেষ টেস্ট ম্যাচেও কিছু করতে পারেনি পাকিস্তান। ৩ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের হারিয়েছে ২২০ রানের বিশাল ব্যবধানে।
৩-০তে হেরে লজ্জার মুখে পাকিস্তান। পাকিস্তানের এই হারে ক্ষুব্দ দেশটির ক্রিকেটভক্তরা। সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে অস্ট্রেলিয়া হারায় আরও শোচনীয়ভাবে। ইনিংস ব্যবধানে ১৮ রানে সে ম্যাচে হারে পাকিস্তান।
ওয়ানডেতেও পাকিস্তানের চেয়ে এগিয়ে অসিরা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জানুয়ারি থেকে।
সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে শেষ দিনে ৪৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান চা-বিরতির আগেই ২৪৪ রানে গুটিয়ে যায়। পেসার জস হ্যাজলেউড এবং স্পিনার স্টিভ ও’ক্যাফে ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দেন।
মূলত প্রথম ইনিংসে ভালো করা আজহার আলী ও ইউনিস খানের দিকে তাকিয়ে সফরে একমাত্র ড্রয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগেই এ জুটির বিদায়ে সে স্বপ্ন ভেঙে যায়।
তবে শেষ দিকে উইকেটরক্ষক সরফরাজ আহমেদ লড়াই করে পরাজয়ের ব্যবধান যা একটু কমাতে সক্ষম হন। তিনি ৭০ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে গ্যাবায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ৩৯ রানে এবং মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮ রানের জয় পেয়েছিল।
ডেভিড ওয়ার্নার ম্যাচসেরা এবং সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে হোয়াইটওয়াশ লজ্জার মধ্যেও এই সিরিজে পাকিস্তানের পাওয়া দেশের হয়ে আজহার আলীর ৮১ দশমিক ২০ গড়ে সিরিজে সর্বোচ্চ ৪০৬ রান করা। হোয়াইটওয়াশের লজ্জায় হতাশ পাকিস্তান এখন স্বপ্ন বুনছে ওয়ানডে সিরিজ নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৩৮/৮ (ম্যাট রেনশো ১৮৪, ডেভিড ওয়ার্নার ১১৩ ও পিটার হ্যান্ডকম্ব ১১০; ওয়াহাব রিয়াজ ৮৯/৩)।
পাকিস্তান প্রথম ইনিংস ৩১৫ (ইউনুস খান ১৭৫*, আজহার আলী ৭১; জস হ্যাজলেউড ৫৫/৪ ও নাথান লায়ন ১১৫/৩)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৪১/২ (ওসমান খাজা ৭৯, স্টিভেন স্মিথ ৫৯, ওয়ার্নার ৫৫; ওয়াহাব রিয়াজ ২৮/১ ও ইয়াসির শাহ ১২৪/১)।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ২৪৪ (সরফরাজ আহমেদ ৭২*, শারজিল খান ৪০, মিসবাহ-উল হক ৩৮; জস হ্যাজলেউড ২৯/৩ ও স্টিভ ও’ক্যাফে ৫৩/৩)।
Posted ০৮:৩৬ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain