
| শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিএনপির সমাবেশ উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরুদ্ধ করে রেখেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সবগুলো পথ। ভোরবেলা থেকেই গেটগুলোতে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছে। ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু তাদের সেই আবেদন নাকচ করা হয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে যেকোনো রকম নাশকতামুলক পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি। সোহরাওয়ার্দী উদ্যান রাষ্ট্রীয় গুরত্বপূর্ণ স্থান। বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না চালাতে পারে সেজন্য উদ্যানে আগামী দুই-তিনদিন কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রতিদিন প্রাতঃভ্রমণে আসা বিভিন্ন বয়সের অসংখ্য নারী ও পুরুষও ভেতরে প্রবেশ করতে পারেননি। অপেক্ষাকৃত বয়োবৃদ্ধরা কিছুক্ষণ হাটাহাটির জন্য ভেতরে প্রবেশ করতে পুলিশকে অনুরোধ জানিয়েও অনুমতি পেতে ব্যর্থ হন।
সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি সকাল থেকে বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ও ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এবার এ দিনটিতে রাজধানীতে দলটি কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিল করে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় দলটি।
Posted ০৮:৩৪ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain