
| শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার পর শনিবার সকাল থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে রয়েছে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।
কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস্যরা। তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছে দলটি।
জানা গেছে, কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন কর্মী অবস্থান করছেন। আশপাশ দিয়ে সাধারণ পথচারীদেরকেও যেতে বাঁধা দিচ্ছে পুলিশ।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে বরাবরের মত পালন করে বিএনপি।
এ বছর দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু এখন পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলেও আজ সকাল পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।
Posted ০৬:৩৮ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain