
| শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ।
শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ ফের শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এতে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের উপ সহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, ভোরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
Posted ০৬:৩৬ | শনিবার, ০৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain