
| শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন ক্যাডেট পরীক্ষার্থীরা। সময় বাড়ালেও প্রায় ২৫ শতাংশ প্রার্থীকে যানজটের কারণে পরে ঢুকতে হয়েছে কক্ষে।
জানা গেছে, ঘন কুয়াশা, গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে টাঙ্গাইলের করটিয়া থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে খুবই ধীরগতিতে চলছে যানবাহন। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় এ মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয় বলেও জানায় হাইওয়ে পুলিশ।
মির্জাপুর ক্যাডেট কলেজে টাঙ্গাইল শহর থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা নাফিসা তাবাস্সুম স্নেহার বাবা এনামুল কবির বলেন, পরীক্ষা শুরুর আগেই যেন মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে থাকতে পারি তাই বাসা থেকে ভোর ৬টায় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু রাস্তায় যানজটের কারণে সাড়ে ৯টায় পৌঁছাই। কর্তৃপক্ষ সবার অসুবিধা বিবেচনা করে পরীক্ষার সময়সূচি ১ ঘণ্টা পেছানোয় অনেকের সুবিধা হয়েছে। তারপরও যানজটের কারণে শতকরা প্রায় ২৫ জন পরীক্ষার্থীকে পরে ঢুকতে দেখেছি।
গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, আজ ভোরে মির্জাপুর উপজেলার কছিমতলা নামকস্থানে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় এ মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়।
Posted ০৯:৩০ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain