
| শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের মদদদাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, খালেদা জিয়াই জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তাই শুধু ইসলামের নামধারী জঙ্গিদেরকেই প্রতিহত করলে চলবে না, তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ‘জঙ্গি-সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে সচেতনতায় আলেম সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ড. হাছান বলেন, খালেদা জিয়া এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি ৫ জানুয়ারি ছিলেন আদালতে এবং আগামী বছরের এইদিনে থাকবেন কারাগারে। এটাই হবে আল্লাহর বিচার।
প্রতি শুক্রবার জুময়ার নামাজের আগে ও ওয়াজের মাহফিলে ইসলামের সত্যিকার মর্মবাণী মানুষের কাছে তুলে ধরতে আলেম সমাজের প্রতি আহ্বান জনান আওয়ামী লীগের এই মুখপাত্র।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ দেশে কোনো তরবারি কিংবা সন্ত্রাস সৃষ্টি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তে লিপ্ত জঙ্গিরা। তারা সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের মুসলমানদের ওপর যে নির্যাতন শুরু হয়েছে তার জন্য এসব জঙ্গি সংগঠনই দায়ী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী, আলহাজ মো. শাহীন খান, মুফতি হারিসুল হক হোসাইনী, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি কামাল উদ্দিন জাহান পুরী প্রমুখ।
Posted ০৯:২৭ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain