
| শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: রাজধানীতে ডিএনসিসি মার্কেটের আগুনে পোড়া কাঁচাবাজার ভবনের ধ্বংসস্তূপ থেকে নয়টি ছাগল জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রায় তিনদিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছাগলগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।
গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান-১-এর ডিএনসিসি মার্কেটে আগুল লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে যায়। পুড়ে গেছে পাকা মার্কেটের অনেক দোকান। আগুনে অন্তত ছয়শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
নৌবাহিনীর ফায়ার ইউনিট ও দোকানদারদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের তিন দিন পর গতকাল বৃহস্পতিবারও মার্কেটের একটি অংশে ধোঁয়া দেখা গেছে।
Posted ০৯:২৪ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain