
| শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকায় ওসামা বিন লাদেনের ছেলে ও তার উত্তরাধিকারী হামজা বিন লাদেনের নাম যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার নাম সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
ডনের খবরে বলা হয়, ২০১১ সালে মার্কিন বিশেষ বাহিনীর হাতে হামজার বাবা নিহত হওয়ার পর সে ২০ বছর বয়সের মাঝামাঝি আল কায়েকদা একজন স্বক্রিয় কর্মী হয়ে ওঠেন।
সেসময় পাকিস্তানে ওসামার গোপন আস্তানায় নৌবাহিনীর অভিযানে একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিটি হামজা তার বাবাকে লিখেছিলেন, যেখানে তার আল কায়েদায় যুক্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক বিশ্লেষক চিঠিটা পরীক্ষা করেছেন। তিনি এএফপিকে জানিয়েছেন, ২০০৯ সালের জুলাইয়ে হামজা তার বাবার অ্যাবোটাবাদ আস্তানার উদ্দেশে চিঠিটি লিখেছেন। এতে বলা হয়, তারা একে অপরকে আট বছর যাবত দেখেননি।
Posted ০৫:৫৪ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain