| বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হাসপাতালের কেবিনে চারপাঁচ জন ছেলেমেয়ে দাঁড়ানো। বেডে একজনের লাশ চাদর দিয়ে মুখ ঢাকা থাকে। এরপর একটি ছেলে কেবিনে আসে। ছেলেটা সবার দিকে তাকিয়ে দেখে সবার চোখে পানি। ছেলেটা লাশের চাদরটা সরিয়ে মুখটা দেখে। তারপর সবাই ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে পার্টিতে অনেক ছেলেমেয়ে নাচতে থাকে।
একটি ছেলে ক্যামেরা নিয়ে সবার ছবি তুলে। ছেলেটার নাম নিশো যাকে নিয়ে পুরো গল্পটা। নিশো সবার ছবি তুলছে এমন সময় তার ক্যামেরায় ধরা পড়ে এক পরীর মতো মেয়ের মুখ। প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। এরপর থেকে নিশো খুঁজতে থাকে সেই মেয়েটিকে। এভাবেই এগিয়ে যায় নিশো-মেহজাবিন অভিনীত নাটক ‘স্টোরি’র। আপেল মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এ নাটকটিতে আরো অভিনয় করেছেন উম্মে আদিবা, গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, রাতুল তালুকদার, রনি ইসলাম, সবুজ, নাহিদ মাহমুদ, রাসেল খান, মীমু শারিয়া, রকি। জিবেক প্রোডাকশনের প্রযোজনায় খুব শিগগিরই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।
Posted ১১:১১ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain