
| মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচটিতে ছয় উইকেটে হেরে যায় মাশরাফিরা।
এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা ১৫-২০ রান কম করেছিলাম। মাহমুদউল্লাহ ভালো ব্যাট করেছে। আমরা আরও স্কোর গড়তে পারতাম। আমরা শুরুতে কিছু উইকেট পেয়েছি। কিন্তু উইলিয়ামসন ভালো ব্যাট করেছে। গ্র্যান্ডহোম তাকে ভালোভাবে সাপোর্ট দিয়েছে। ব্যাটিংয়ে শেষ দশ ওভার ও বোলিংয়ে প্রথম দশ ওভার আমরা ভালো করেছি।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে টাইগাররা। এরপর নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুতে একটু চাপে পড়লেও পরে কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ডহোমের দারুণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় কিউইরা।
Posted ০৯:৪৪ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain