
| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এই সভা আহবান করা হয়েছে।
মূলত সভায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হবে।
দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সভায় সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ওই সভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারণ ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানান দেলোয়ার।
Posted ১৫:১৪ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain