
| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী আগামী ৫ জানুয়ারি শপথ নেবেন। তার সঙ্গে শপথ নেবেন নির্বাচিত কাউন্সিলররাও।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে ইসি। এরপরই স্থানীয় সরকার বিভাগকে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চিঠি দেয়া হয়। আজ সোমবার স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন। নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।
এবারই প্রথম দলীয় ভিত্তিতে ভোট হয় নারায়ণগঞ্জে। এ ভোটে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিচ্ছেন তারা। এরপরই দায়িত্ব নেওয়ার পালা
Posted ১৫:০১ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain