
| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গাইবান্ধার সরকার দলীয় এমপি লিটন হত্যায় বিএনপি-জামায়াত জড়িত সরকার দলীয় নেতাদের এমন মন্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বরাবরই নিজেদের অপকর্ম অন্যদের উপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আইনশৃংখলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করার কারণে জনগণ তো বটেই নিজ দলের এমপির নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা খুন হচ্ছে। কারো জীবনের স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি নাই।
বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তারেক রহমানের পরামর্শে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম চালিয়ে যাবে ছাত্রদল।
Posted ০৮:০০ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain