| রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আব্দুল বাছিত বাদশা
টিলিভিশনে, পত্রিকা, ফেইসবুক সহ সব মাধ্যমের খবরে দেখবেন দেশে প্রতিদিন ১৫ থেকে ২০ জন মানুষ মারা যাচ্ছেন। রাজপথে পুলিশ ব্রাশ করে মানুষ মারছে।রাতের অন্ধকারে রেব ক্রস ফায়ার করে মানুষ মারছে। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় মানুষের প্রাণহানী ঘটছে। বিরোধী জোটের আন্দোলন-সংগ্রামকে দমন করার জন্য আওয়ামীলিগের নেতারা, তৃণমূলের কমর্ীদের মাঠে নামার জন্য প্রতি দিনই আহব্বান জানাচ্ছেন। এতে তৃণমূলের কমর্ীদের পক্ষ থেকে তেমন সাড়া না পাওয়া গেলে ও কিছু সংখ্যক সন্ত্রাসীরা আওয়ামীলিগের কেন্দ্রিয় কিছু নেতৃবৃন্দের ইশারায় চলন্ত গাড়ীতে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। আর দোষ দিচ্ছে বিরোধী জোটের উপর।
বাংলাদেশ আজ লাশের স্বগর্ রাজ্যে পরিনত হয়ে গেছে। যেখানে-সেখানে লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। মহান বিজয়ের মাস ডিসেম্বরে মানুষ মারা গেছেন তিন শতর ও বেশী। সরকারের হাব-ভাব দেখে মনে হয় মানুষের জীবনের কোন মূল্য তাদের কাছে নেই। যতই মানুষের প্রাণহানী ঘটুক, লাশের সংখ্যা যতই বৃদ্ধি হয় না কেন, এতে তাদের কোন মাথা ব্যাথা নেই। দেশে আজ গৃহযুদ্ধ চলছে। কে, কাকে কোথায় মেরে ফেলবে, তার কোন গ্রানটি কারো কাছে নেই। আর এ সব কিছু থেকে মুক্তি পাবার একটাই উপায়, প্রধান মন্ত্রী শেখ হসিনার পদত্যাগ।
তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা, আপনাকে বলছি, যদি দেশ এবং দেশের জনগণকে তিল পরিমান ভালবাসেন, তা হলে পদত্যাগ করে দেশ এবং দেশের জনগণকে বাচান।
আব্দুল বাছিত বাদশা
লন্ডন
Posted ০৮:১৭ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin