| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিশ্বজিত দাস হত্যা মামলায় আটজন জনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টায় ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এই রায় ঘোষণা করেন।
রফিকুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার ওই তারিখ ধার্য করেছিলেন বিচারক। রায় ঘোষণা-কালে কারাগারে থাকা ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে পিপি রফিকুল আরো বলেন, ‘আমরা সকল আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি, তাই আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।’
এদিকে আসামী পক্ষের আইনজীবীরা দাবি করছেন, মামলাটির প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম শাকিলসহ সব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তারা বেকসুর খালাস পাবেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডের ১ বছর ৮ দিন পর মামলাটির বিচার সম্পন্ন হতে যাচ্ছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন দর্জি বিশ্বজিত দাস।
ওই ঘটনায় গত ৫ মার্চ হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম। চলতি বছরের ২ জুন ঢাকা মহানগর দায়রা জজ মোঃ. জহুরুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করেন।
মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য চলতি বছরের ৩০ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ট্রাইব্যুনাল গত ১৪ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মামলাটির ৬০ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য-গ্রহণ করেন। এরপর গত ১৯ নভেম্বর ট্রাইব্যুনাল আসামি নাহিদের পক্ষে ২ জনের সাফাই সাক্ষ্য-গ্রহণ করেন। এরপর গত ২৭ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত ৫টি ধার্য তারিখে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানির পর রায়ের দিন ধার্য হলো।
মামলার আটক আসামিরা হলেন, রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), গোলাম মোস্তফা, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু ও সাইফুল ইসলাম,
মামলার পলাতক আসামিরা হলেন, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।
Posted ২২:১৮ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin