| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আব্দুল বাছিত বাদশা
ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অজর্ন করেছি আমাদের স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিজয় দিবসে আপনাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। জীবনকে আত্মহুতী দিয়ে, পাকিস্তানী হানাদার সরিয়ে স্বাধীন করেছিলেন প্রিয় মাতৃ ভুমি বাংলাদেশকে। জানিনা আপনাদের আত্মা আজ কতটুকু শান্তিতে আছে। কিন্তু আপনাদের অজর্িত স্বাধীনতা আজ হুমকির সম্মুখিন।
বিজয়ের মাসে গণতন্ত্রকামী শত শত তরুণকে রাজপথে হত্যা করে, মায়ের বুকে তাদের লাশ উপহার দেয়া হয়। ঢাকার রাজপথে শান্ত নামের কিশোর বাবার জন্য খাবার নিয়ে বের হলে,শান্তি রক্ষাকারী বাহীনির গুলিতে শান্তের শরীর জাজরা করে দেয়া হয়। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ১৫৪ জনকে বিনা ভোটে সংসদ সদস্য হিসাবে নিবর্াচিত করা হয়েছে। দেশ প্রেমিক ভিবেকমান মানুষ নিজের এবং পরিবারের নিরাপত্তার অভাবে মুখ খুলতে ভয় পান। দেশের জাতিয় নেতাদেরকে গোম অথবা মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হচ্ছে।
প্রতিনিয়ত সীমান্তে আমাদের দিন-মজুর, ভারতীয় বি এস এফ কতৃক খুন হচ্ছেন, সরকার বলছে এটা সাভাবিক ব্যাপার এ হত্যা হবেই। রাষ্ট্রযন্ত্র একটি মহলের সাথর্ রক্ষায় কাজ করছে। অধিকাংশ গণমাধ্যম আজ সঠিক সংবাদ পরিবেশন করে না বা করতে ভয় পায়।
দেশ আজ পরিচালিত হচ্ছে ভারতের ইচ্ছায়। বাংলাদেশ আজ ভারতের সাথে পরকীয়ায় লিপ্ত। আর এ পরকায়া প্রেমের নায়িকা হচছেন আমাদের শেখ মুজিব সাহবের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে বাংলা দেশের চাইতে ভারতের সাথর্ রক্ষাই বড়।
আপনারা জাতির শ্রেষ্ট সন্তান। আপনাদের জীবনের বিনিময়ে অজর্িত হয়েছিল স্বাধীনতা। ক্ষমা করে দিবেন আমাদের, আপনাদের অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারছি না। আমরা কলংকিত।
Posted ০০:২৮ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin