| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : শাবনূরের বিয়ে নিয়ে টালমাটাল ঢালিউড। হঠাৎ করে নিজেই ঘোষনা দিলেন তিনি মা হচ্ছেন। শুধু তাই নয়, বিয়ে নিয়েও দিয়েছেন বিভ্রান্তিকর তথ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে ঢালিউডের আরেক নায়িকা পপিকে নিয়েও। কারণ বাতাসে ভাসছে পপির বিয়ের গুঞ্জনও।
এ অবস্থায় পপির মুখোমুখি ।
তবে পপি জানালেন, আমি আর শাবনূর এক নই। শাবনূর বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকেন। তাই তিনি কি করেন না করেন তা সবার জানার কথা নয়।
কিন্তু আমি সবসময় সবার চোখের সামনেই থাকি। তাই আমি কারো কাছ থেকেই কিছু লুকাতে পারবো না।
পপি জানান, আমি যখন বিয়ে করবো তখন সবাইকে জানিয়েই করবো। তাছাড়া এখন বিয়ে নিয়ে আর ভাবছি না। পরিবার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।
Posted ১৯:০০ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin