| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি স্থগিত করার বিষয়ে কিছুই জানেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘ কি হচ্ছে আমি কিছুই জানি না। আমাকে এড়িয়ে এসব করা হচ্ছে।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসি স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে না জানিয়ে তারা এটা করেছে, আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণাও করা হচ্ছে। আমি নাকি সেখানে উপস্থিত ছিলাম।’
তিনি বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
Posted ১৮:৪৬ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin