| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়।
কারাগারের অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র এবং গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিডব্লিউডির কর্মীরা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেন। রাত পৌনে ৯টার দিকে তারা কারাগার থেকে বের হন।
ফাঁসির মঞ্চে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন পিডব্লিউডির এমন একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যখন দণ্ডপ্রাপ্ত কোন আসামিকে ফাঁসি দেয়া হয় তার আগে তাদের সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ডাকা হয়। তারা এসে সংযোগ দিয়ে সেখানে বিশেষ আলোর ব্যবস্থা করে যান।’
বিশেষ এই আলোর মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি বাল্ব। এছাড়া মঞ্চে ছোট ছোট একাধিক বাল্বও লাগানো হয়েছে।
Posted ১৮:২৩ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin