| বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : বিষয়টির সত্যতা সম্পর্কে অনেকেই নিশ্চিত করেছেন। এর আগে চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়িকা শাবনূরের সাথে অনীকের বিয়ের বিষয়টি বিভিন্ন ইন্টারভিউতে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, নাসরিন, শাহনূরসহ বেশ ক’জন চিত্রপরিচালক। গত ২০১১ সালে একটি ছবিতে শুটিংয়ের সময়েই অনীক নামের এক ছেলেকে বিয়ে করে অস্ট্রেলিয়া পাড়ি দেন শাবনূর। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ায় অনীককে স্বামী হিসেবে সেখানে সেটেল করতে খুব একটা বেগ পেতে হয়নি শাবনূরকে। অতঃপর সেখানে সংসার গড়লেও অজ্ঞাত কারণেই শাবনূর বিয়ের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন বারবার।
এবারে অস্ট্রেলিয়াবাসী বেশ ক’জন তারকা ও শোবিজ কুশলী মারফত জানা গেছে তাদের ঘরে পুত্র সন্তান আসছে। এমনকি একটি ডাক্তারি চেকআপে তারা পুত্র সন্তানের ব্যাপারে নিশ্চিতও হয়েছেন। তবে শাবনূরের ইচ্ছে ছিল তার নিজের জন্মদিন হিসেবে ১৭ ডিসেম্বর অপারেশনের মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনার। কিন্তু ডাক্তারের নির্দেশের কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ধার্য করা হয় অপারেশন তারিখ। আর এ কারণে বেশ কয়েকমাস ধরেই শাবনূরের ছোট বোন, মাসহ পরিবারের অনেকেই অস্ট্রেলিয়া অবস্থান করছেন।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বাংলা পোর্টালেও খবর বেরিয়েছে। সেখানে শাবনূর তার অনাগত সন্তানের জন্য দোয়াও চেয়েছেন।
এদিকে একাধিক ইন্টারভিউতে শাবনূর তার বিয়ের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো জবাবই দেননি। তবে এতদিন পর অনীকের সঙ্গে তার এই তিন বছরের সংসার ও সন্তানের খবর প্রকাশ পাওয়ায় অনীক তার বন্ধু-বান্ধবকে আনুষ্ঠানিকভাবেই জানাচ্ছেন সবকিছু।
Posted ১৮:১৯ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin