
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনি ভাই বোনদের হত্যার প্রতিশোধ নিতে দখলদারদের বিরুদ্ধে বেশ শক্ত প্রস্তুতি নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। পশ্চিমা শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরাইলকে লক্ষ্য করে এবার তিনটি মিসাইল ছুঁড়েছে ইয়েমেন আর্মড ফোর্সেস।
তাদের এই হামলায় বন্ধ ছিল ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দর। মিসাইলের শব্দে দিগ্বিদিক ছুটেছে ইসরাইলিরা। এর মধ্যে দুটি মিসাইল লক্ষবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ বাহিনীর মুখপাত্র।
ইয়েমেনের হাইপারসনিক মিসাইলের মধ্যে ’প্যালেস্টাইন ২’ আঘাত হেনেছে ইসরাইলের সৌদ মিসা ঘাঁটিতে। অপর একটি মিসাইল ’জুলফিকার’, দখলদারদের বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে।
রবিবার সন্ধ্যায় এই হামলার বিষয়টি দাবি করেছেন ইয়েমেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া কাসেম সারি। তার মতে, এই অভিযানে তাদের লক্ষ্য সফল হয়েছে, যার ফলে বেনগুরিয়ন বিমানবন্দর প্রায় এক ঘন্টার জন্য বন্ধ ছিল। পাশাপাশি মানুষের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক, তারা বাধ্য হয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে।
সারি জোর দিয়ে বলেন, ইসরাইল তার মিত্র আমেরিকার যতই সমাধান পাক না কেন; ইয়েমেন তার নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও পাশে দাঁড়ানোর দৃঢ় অবস্থান থেকে পিছপা হবে না।
Posted ১৬:২১ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain