
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। দেশটির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
কোকোপো বিচ বাংলো রিসোর্টের রিসেপশনিস্ট ইমোনক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দেশটিতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।
এর আগে ২৪ মার্চ পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সূত্র: দ্য হিন্দু, এএফপি
Posted ০৮:৩০ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain