
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কিছু আউটলেটে হওয়া হামলাকে “ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল” বলে দাবি করেছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক ভেরিফাইড পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সাথে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
বাটা জানায়, “বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার সূচনা চেক রিপাবলিকে হয়েছিল। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সাথে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।”
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের কিছু আউটলেটে সম্প্রতি যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্যের প্রভাবে ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।” প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলে, “আমরা যেকোনো সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি।”
উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা সবসময় মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
Posted ০৯:১৮ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain