
ওবায়দুল কবীর খোকন | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
বার্মিংহাম ( যুক্তরাজ্য ) থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে যুক্তরাজ্যের বাংলাদেশী অধ্যাষিত বার্মিংহামে স্মলহিথের কভেন্টি রোডে সাধারন মানুষদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে ।
গত ৬ই এপ্রিল রবিবার দুপুর ১ টায় যুক্তরাজ্য বিএনপি‘র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীর তত্বাবধানে গোটা যুক্তরাজ্য জুড়ে লিফলেট বিতরণের অংশ হিসেবে যুক্তরাজ্যের বার্মিংহামের শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করে ।
পরিশেষে এক পথ সভায় নাসিম চৌধুরী তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর এখন রাষ্ট্র কাঠামোকে সংষ্কার করা অতিব জরুরী হয়ে পড়েছে। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করোছেন। এই কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে সারা দেশের পাশাপাশি প্রবাসেও বিএনপি‘র নেতা-কর্মীরা কাজ করে চলেছেন।
তিনি বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষাব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির ক্ষেত্রে টেকসই উন্নয়ন এবং বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা। এটি জাতীয় ঐক্যের ভিত্তি রচনা করে জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুক্তরাজ্য ও বার্মিংহাম বিএনপি‘র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা টিপু আহমেদ, খিজীর আহমেদ, শাহরিয়ার জুনদ রহমান, মঞ্জুর আশরাফ খান, মুনিম ইনাম, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সভাপতি এম গুলজার আহমেদ ফয়সাল, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কবির খোকন, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, বুরহান উদ্দিন, ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের সভাপতি মুদাচ্ছির খান, বার্মিংহাম যুবদলের সভাপতি রাসেল আহমেদ, আব্দুল বাসিত, বিলাল উদ্দিন, শফিকুল ইসলাম আকিক, সৈয়দ রিয়াদ আহমেদ, মহিনুর রহমান সুহেল, রফিকুল ইসলাম বাবুল, আব্দুর রব, কামাল উদ্দিন, বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সেক্রেটারী লিমন আহমেদ, শাহীন আলম, লিয়াকত খান, আহমদ আলীসহ বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগেঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
Posted ১৬:৪৮ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin