
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ (সোমবার) কর্মবিরতি পালন করছে।
এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আজ কর্মবিরতি পালন করছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, আজ কাজে যাচ্ছেন না তিনি। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘কাজ নেই, স্কুল নেই’। আজ কাজে যোগ দিচ্ছি না।
ওই পোস্টে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দিয়ে ‘সংহতি’ জানান সরকারের এই উপদেষ্টা।
Posted ১৬:২৪ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain