
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের আসল রিস্ক আওয়ামী লীগ না – আমরা নিজেরাই সবাই আওয়ামী লীগের মতো হয়ে উঠবো। ১টার বদলে এক হাজারটা আওয়ামী লীগ হোলো আমাদের আসল রিস্ক।’
বিএনপি নিয়ে সমালোচনা না করায় বহু মানুষ তাকে বিএনপির সমর্থক বলে অভিযোগ করেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি জামায়েত ইসলামী কিংবা এনসিপি নিয়েও সমালোচনা করি না। এই সরকার নিয়েও কোনো সমালোচনা করি না।’
বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা না করার কারণ হিসেবে তিনি লেখেন, ‘এর একমাত্র উত্তর হোলো আমি প্রথম দিন থেকেই (৫ই অগাস্ট)- এই বিশ্বাসে আছি যে, আমরা একটা ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটির ভেতরে এসে পড়েছি যে বাংলাদেশে গণতন্ত্র হলেও হতে পারে – যেহেতু আওয়ামী লীগ ও বিশেষ করে শেখ পরিবার পালিয়ে গেছে।’
ফেসবুক পোস্টে তিনি জানান, ৫ই আগস্টের পর প্রথম দিন থেকেই তিনি বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে কার্যকর ঐক্যের পক্ষে। তিনি লেখেন, ‘আমি জানি যে বাংলাদেশে ক্যারেনবাজি খুবই জনপ্রিয় – কিন্তু ঐ পথ আমার না। দাড়িওয়ালা, বীচিওয়ালা ও মোচওয়ালা ক্যারেনের চাইতে কুৎসিত কোনো দৃশ্য পৃথিবীতে আর নাই।যদি বলেন যে ৫ই অগাস্ট আমরা স্বাধীন হয়েছি – স্বাধীনতার রেস্পন্সিবিলিটিও তো নিতে হবে।’
Posted ১৭:১৭ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain