
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : বাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুরাই ব্যাঙ্কক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
প্রধান উপদেষ্টা দুই দিনের থাইল্যান্ড সফরে বিমসটেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন। গত ২ থেকে ৪ এপ্রিল তিন দিনের বিমসটেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়।
Posted ১৭:১২ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain