
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একসময় অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা বর্তমানে তিনি লজ্জার সঙ্গে স্মরণ করেন।
তিনি জানান, ২০০১ সালের পর প্রায় ২৪ বছর পর কুলাউড়ায় ফের এসে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ডা. রহমান দাবি করেন, তাঁর বিরুদ্ধে কখনোই কোনো মিথ্যা অভিযোগ কিংবা সাক্ষ্য প্রদান করা হয়নি, এবং তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মাত্র সাড়ে ১২ বছর বয়সে ছিলেন, তাই তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা অবিশ্বাস্য।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে জালিম সরকার বহু নির্যাতন চালিয়েছিল, এবং অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন, ২৬ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগ নেতারা পাচার করেছে, এবং সেদিনের সরকারের আচরণ ছিল অত্যন্ত নির্দয়। ডা. শফিকুর রহমান জানান, তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের চোখের জল দেখে বলেছেন, যতদিন শহীদের চোখের পানি থাকবে, ততদিন তাদের সংগ্রাম চলবে।
তিনি বলেন, বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছেন, এবং তিনি চান ফিলিস্তিনও জালিমের হাত থেকে মুক্তি পাক।
Posted ১৬:১৮ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain