
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
মাধবপুরে নোয়াপাড়ায় কড়রা গ্রামে পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে যুব ও তরুণদের উদ্যোগে মিনি ক্রিকেট নাইট খেলা (৩১ মার্চ) অনুষ্ঠিত। উক্ত খেলাটি কড়রা শাহে মদিনা যুব সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় ও ক্যাশিয়ার তারেক মিয়ার তত্ত্বাবধানে ৪ টি টিমে নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। উক্ত খেলায় কাজল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, তিনি বলেন, মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থালার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে নানাবিধ অপরাধমূলক কাজ চিন্তা দূর হয় এবং ভাল কাজের প্রতি আামদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। স্মার্টফোনের কারণে ফিজিক্যালি খেলা থেকে আমাদের দূরে নিয়ে আসছে। তাই আমার এরকম খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতে চাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সায়েদুল ইসলাম লাকু, ফিরুোজ রহমান ফিরোজ, ইকবাল মিয়া, কামরুল চৌধুরী, মাধবপুর উপজেলা সংবাদাতা রায়হান আহমেদ সম্রাটসহ প্রমুখ।
খেলায় আম্পায় হিসাবে দায়িত্ব পালন করেন, মোঃ মনির মিয়া ও মোহসিন মিয়া। উক্ত খেলায় অধিনায়ক হুমায়ূন কবির শুভ নেতৃত্বে গঠিম টিম জয়ী হয়। ম্যাচ সেরা পুরস্কার পায় বিজয়ী দলের অধিনায়াক। পরে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন।
Posted ১২:২৮ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed