
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : সাথে দেখা করার রীতি বজায় রাখেন। ঈদের দিনটিকে তিনি সকলের সাথে ভাগাভাগির বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।
দলের নেত্রী খালেদা জিয়া ও অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিদেশে অবস্থান প্রসঙ্গে মনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা মিস করব… ম্যাডাম জেলে থাকাকালীন ও গৃহবন্দিত্বে অনেকদিন দেখা হয়নি। এবারও তিনি নেই, তবে তার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক জানাচ্ছি।” এই কথার মাধ্যমে তিনি দলীয় নেতৃত্বের সাথে তার গভীর সম্পর্কের ইঙ্গিত দেন।
ঐতিহাসিক ‘ঈদের পর আন্দোলন’ বাক্যাংশ নিয়ে সমালোচনার জবাবে মনি বলেন, “ফ্যাসিবাদী শাসনে জুলুম-নির্যাতনের মধ্যেই আন্দোলন চলমান ছিল। তিনজনকেও একত্রে দাঁড়াতে দেওয়া হতো না।” তবে তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের আন্দোলনের প্রয়োজন পড়বে না।
সরকারি সমালোচনা প্রসঙ্গে মনি স্পষ্ট বলেন, “সরকারে থাকলে সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক এবং গণতন্ত্র মানেই সমালোচনা থাকবে এটাও স্বাভাবিক। আমরা সমালোচনা করছি কিন্তু এই সরকারটা যেহেতু প্রত্যেকেরই আমরা নীরব ছিলাম তার মানে কি আমাদের সম্মতি ছিল যারা করেছে তাদের আমাদের বিরোধিতা ছিল না, সো এই সরকারের বিরুদ্ধে ওইভাবে আন্দোলন যাতে না করতে হয় আমরা এটা আশা করি আমরা তাদের পক্ষ থেকেও এটাই চাই
শেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের দিন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করি। অতীতের মতো এবারও শুভেচ্ছা বিনিময় হোক উন্মুক্তভাবে।” তার এই বক্তব্যে জাতীয় ঐক্যের বার্তা নিহিত রয়েছে।
Posted ১০:৩১ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain