
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গতকাল সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস। বার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ (চব্বিশ) ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।
Posted ০৯:০৮ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain