
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার ঈদ করতে দেয়নি।
আজকে এদেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।
সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁ মসজিদে পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার দেওয়া মুহূর্তে এ্যানি এ মন্তব্য করেন।
বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, আজকে আমাদের মধ্যেই আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকব। এটাই হোক আজকের দিনের অঙ্গিকার।
এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল জিদান চৌধুরীসহ প্রমুখ।
Posted ০৫:৫৯ | সোমবার, ৩১ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain