
ডেস্ক রিপোর্ট | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট
লন্ডনের কিংসমেডাও স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।
এদিন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বরাবরের মতোই নেতাকর্মীরা জড়ো হন কিংসমেডাও স্টেডিয়ামে ।
পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৯টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি।এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়।
ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন তিনি।
Posted ১৬:৪৮ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain