
ওবায়দুল কবীর খোকন | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট
বার্মিংহাম ( যুক্তরাজ্য ) থেকে : দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে পালিত হচ্ছে । বার্মিংহাম, মিডল্যান্ডসসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
ইউরোপের সবচেয়ে বৃহৎ ঈদুল ফিতরের জামাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে সকাল ৯ ঘঠিকার সময় অনুষ্ঠিত হয়েছে । ঈদের জামাতে শরিক হতে দূর-দূরান্ত থেকে সকাল থেকেই স্মলহিথ পার্কে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা । প্রায় ১ লক্ষ ৪০ হাজার ধর্মপ্রাণ মুসল্লীগন এক সাথে এই জামাতে অংশগ্রহন করেন বলে জানিয়েছেন ঈদ জামাত আয়োজক কমিটি ।
ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতি ছিল লক্ষ্যনীয় । কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।
স্মলহিথ পার্কে ঈদুল ফিতরের নামাজ উপলক্ষ্যে আগত মুসল্লীদের জন্য বিভিন্ন খাবার ছিল বিনামূলে এবং শিশু-কিশোরদের আনন্দ দানের জন্য ছিল নামে মাত্র মূল্যে বিনোদনের ব্যবস্থা ।
আবহাওয়া পরিচ্ছন্ন ও রৌদ্রোজ্জ্বল থাকায় সবার মনেই ছিল আনন্দের বাড়তি আমেজ । নামাজ শেষে বিভিন্ন বর্ণের মুসল্লিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।
বাংলাদেশী কমিউনিটির পাশা-পাশি, পাকিস্তানী, ইন্ডিয়া, সুমালী, জ্যামাইকা, আরব কমিউনিটিসহ বহু কমিউটিনির মুসল্লিগণ এই জামাতে অংশগ্রহন করেন ।
এছাড়াও বার্মিংহামের বিভিন্ন মসজিদে ৩ থেকে ৪টা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
এক মাস সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন ।
সকলের একই আশা । রমযানের সংযম থেকে শিক্ষা নিয়ে সবাই যেন তাদের সামনের দিনগুলো পরিচালিত করতে পারেন ।
Posted ১১:১০ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin