
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :কক্সবাজারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে সকাল ৮টা ও সকাল ৯টায় পরপর দুটো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ (বর্তমানে মডেল জামে মসজিদ) এর ৩৪ বছরের খতিব আল্লামা মাহমুদুল হক। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার মডেল জামে মসজিদের ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানিয়েছেন, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ২টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জামাতে ৮ হাজারের বেশি মুসল্লী নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল লাগানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫টি গেইট দিয়ে মুসল্লীরা প্রবেশ করতে পারবেন। ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নজরদারিতে থাকবে। কোন মুসল্লী অসুস্থ হলে যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে। স্টেডিয়াম, স্টেডিয়ামের দক্ষিণ পাশের রোড, হাসপাতাল সড়ক ও জেলা পরিষদ মোড়ে আর্চওয়ে অর্থাৎ নিরাপত্তা গেইট বসানো হবে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ২ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩শত মুসল্লী যাতে একসাথে অজু করার ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ময়দানে মুসল্লীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। অত্যাধিক তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলে ১১০ টির বেশি ফ্যান লাগানো হয়েছে। তাছাড়া ১৫টি স্ট্যান্ড ফ্যান ও ১৫টি এয়ারকুলারের ব্যবস্থা করা হয়েছে। ৫টি গেইট থেকে মুসল্লীরা ময়দানে প্রবেশের সময় প্রত্যেককে আতর, ৫০০ মি:লি: মিনারেল পানি, খেজুর এবং টিস্যু উপহার দেওয়া হবে। ময়দানে মনিটরিং সেল সার্বক্ষনিক কাজ করবে। শহরে ১৫ টি ব্যানার সহ তোরণ নির্মাণ করা হয়েছে।
কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ, ঈদুল ফিতর ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও এডিএম ইমরান হোসাইন সজীব, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম শাখার সহকারী কমিশনার, কক্সবাজার পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
Posted ১০:২৯ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain