
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।
ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। জামাতে অংশ নিতে টঙ্গী, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
এ বিষয়ে মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, কোনো দেশকে অনুসরণ করে নয়, সহী হাদিসকে মেনে একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে দীর্ঘদিন যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।
Posted ১০:০৮ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain