
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা নয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক সরকারি ছুটিসহ শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা নয়দিন বন্দরের সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ই এপ্রিল রবিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরো জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এসময়ে যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আজ শুক্রবার (২৮ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা নয় দিন বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে। সূত্র: বাসস
Posted ০৪:২৮ | শনিবার, ২৯ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain