
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্ণেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
কর্ণেল অলি অভিযোগ করেন, “শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও, তার ছেলে পাকিস্তানের সামরিক হাসপাতালে জন্মগ্রহণ করেন এবং পাকিস্তানি সামরিক বাহিনীর জিপে চলাচল করতেন।” তিনি আরও দাবি করেন, “শেখ পরিবার পাকিস্তান থেকে মাসে ১,৫০০ টাকা ভাতা পেতেন, তাই পাকিস্তানকে গালি দেওয়া তাদের মানায় না। গালি দিতে পারি আমরা, কারণ আমরা পাকিস্তানের কাছ থেকে টাকা নেইনি, তাদের দালালিও করিনি।
১৯৭১ সালের মার্চ মাসে আওয়ামী লীগের পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনাকে আমি সময়ক্ষেপণ মনে করি। শেখ মুজিবের নেতৃত্বে সঠিক পরিকল্পনার অভাব ছিল, যা পাকিস্তানি বাহিনীর কাছে সামরিক ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।”
তিনি আরও উল্লেখ করেন, “২৫ মার্চের প্রস্তুতি ও অষ্টম বেঙ্গল রেজিমেন্টের বিভক্তিকরণ ছিল পাকিস্তানি বাহিনীর একটি কৌশল, যার মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে বাঙালি সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করেছিল।” একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কর্ণেল অলি বলেন, “তৎকালীন এক সহকারী কোয়ার্টার মাস্টার তাকে নজরদারি ও সম্ভাব্য হত্যার জন্য নিয়োজিত ছিলেন বলে তিনি সন্দেহ করতেন। তবে সতর্কতার মাধ্যমে তিনি পরিস্থিতি সামাল দেন।”
Posted ০৯:২৫ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্যালেন্ডার
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২ | ৯ | ৩০ |