
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারপ্রান্তে এসেছে। ঈদের এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে সামাজিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শোষণের পর দেশের মানুষ এখন মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে চলাফেরা করতে পারছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যারা আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশকে শান্তি ও স্বস্তির পরিবেশ উপহার দিয়েছেন, মহান আল্লাহ তাদের আত্মাকে কবুল করুন। যারা পঙ্গুত্ববরণ করেছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, ‘যতটুকু স্বাধীনতা আমরা পেয়েছি, তার জন্য আমাদের অনেক প্রিয় জনের আত্মত্যাগ প্রয়োজন হয়েছে। যদিও দেশ থেকে স্বৈরাচারী শাসক পালিয়ে গেছে, তবুও তারা এখনো বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোসরদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।
জামায়াত নেতা আরও বলেন, ‘বর্তমানে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করা উচিত, যাতে জনগণ তাদের ইচ্ছেমত ভোট দিতে পারে। সরকারের উচিত, অবাধ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা।
ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে আরও বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা প্রকাশ করি। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করি।
তিনি বলেন, ‘ঈদের সময়ে আমাদের মধ্যে আল্লাহর ভয় তথা তাক্বওয়া গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার সুযোগ আসে। ঈদ ধনী-গরীব, ছোট-বড় সব শ্রেণির মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসা জাগ্রত করে। ঈদ আমাদের মাঝে সৌভ্রাতৃত্ব এবং সহানুভূতির মূল্যবোধ আরও দৃঢ় করে।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার পক্ষ থেকে আমি দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। এই বিশেষ দিনে, আমি আবারও সকলকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
এছাড়া, জামায়াত নেতারা কোথায় ঈদুল ফিতর উদযাপন করবেন তা নিম্নরূপ জানানো হয়েছে— ডা. শফিকুর রহমান: ঢাকায় নিজ বাড়িতে, নাইয়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান: মক্কায়, নাইয়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার: খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম: কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ: ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের: মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল: বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো. শাহজাহান: চট্টগ্রাম মহানগরীতে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ: ঢাকার উত্তরায়।
Posted ০৭:১৫ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain