
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিনোদন ডেস্ক :বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক গুঞ্জনের শিরোনামে ছিলেন কারিনা কাপুর। কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—বিভিন্ন নায়কের সঙ্গে নাম জড়িয়েছে তার।
তবে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে অনেকে ভেবেছিলেন, এই জুটিই পরিণতি পাবে বিয়েতে। তবে শেষমেশ কারিনার মন জয় করলেন সাইফ আলি খান। কিন্তু জানেন কি, শাহিদের আগেও একবার কারিনার সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল?
সালটা ২০০০। একদিকে হৃতিক রোশনের অভিষেক ছবি ‘কাহো না পিয়ার হ্যায়’ বক্স অফিসে সুপারহিট, অন্যদিকে কারিনা কাপুর ও অভিষেক বচ্চনের ‘রিফিউজি’ প্রত্যাশিত সাফল্য পায়নি। সে সময়েই বলিপাড়ায় শোনা যায়, রোশন পরিবার কারিনাকে খুবই পছন্দ করত এবং তাদের পক্ষ থেকে বিয়ের কথা পর্যন্ত ভাবা হয়েছিল!
কারিনা এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছিলেন, ‘হৃতিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, যা আমাদের সিনেমায় আসার আগেই গড়ে উঠেছিল। রোশন পরিবার আমায় খুব ভালোবাসত। তবে প্রেমের গুঞ্জন উঠলেও, আমরা তা পাত্তা দেইনি। আর বিয়ের প্রশ্নই ওঠে না! হৃতিককে আমি শুধুই বন্ধু হিসেবে দেখেছি।’
যদিও কারিনার এই বক্তব্য নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। কেউ কেউ মনে করেন, ব্যক্তিগত সম্পর্ক আড়াল করতেই কারিনা এমন মন্তব্য করেছিলেন। তবে হৃতিক ও কারিনা কখনোই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি। ফলে, সেই সময়ের গুঞ্জন আজও রহস্যই থেকে গেছে।
Posted ০৭:০৭ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain