
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আমলী আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নেন। আগামী ১৯ মে তারিখের মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদী মো. মেহেদী হাসান পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তাঁর ভাই সিএনজি চালক মো. আবুল কালামের কাছে আসামিরা চাঁদা এবং ঘুষ দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার এক নম্বর আসামি মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তাঁর ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে মামলার অন্য আসামিরা শ্রমিক দলের নেতা ও সিএনজি চালক আবুল কালামের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সিএনজি চালক চাঁদা না দিলে অভিযুক্তরা পুলিশকে ফোন করে ডেকে এনে কালামকে আটক করায় বলে অভিযোগ বাদীপক্ষের।
এর আগে গত ২৪ মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানো জন্য সেখানে যায় স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় গতকাল বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধের কর্মসূচি পালন করা হয়।
মামলার বিষয়ে জানতে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তাঁন অফিসিয়াল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।
Posted ১৬:০২ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain