
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, হাসিনা সরকার কি করেছে না করেছে, সেটা পরে বিচার হবে। হাসিনা ভুল করলে মানুষ মাফ করলে মাফ পাবে, অপরাধ করলে বিচার হবে। সেটা আমিও চাই।
মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, এরা তো বাড়িতে যেতে পারবে না, যেদিন ক্ষমতা থাকবে না। মাকে দেখতে যেতে পারবে না, পুলিশ নিয়ে যেতে হবে। আর পুলিশ না গেলে বাড়িতেই যেতে পারবে না।
তিনি বলেন, এখন কিংবা আগামী ছয় মাসের মধ্যে ডিসেম্বরেও যদি ইলেকশন হয়, এদের কারোর জামানত বাঁচবে না, আমি বলে দিলাম। তিনি বলেন, এরা আমার সন্তানের মত। এরা তো প্রত্যেকদিন মার খায়। কেউ বরিশালে, কেউ নোয়াখালীতে। এরা তো গুণ্ডা-সন্ত্রাসীদের মত! আমি চাই না আমাদের কোনো সন্তান মার খাক।
Posted ১৫:১১ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain