
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ধর্ম ডেস্ক :আসন্ন ঈদুল ফিতর বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমনকি অবিশ্বাস্যভাবে সৌদি আরব ও বাংলাদেশেও একই দিনে ঈদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বৈজ্ঞানিক মূল্যায়ন, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে শাওয়াল ১৪৪৬ হিজরি (২০২৫ সালের) ঈদুল ফিতরের চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
গবেষণা কেন্দ্রটি বলেছে, ২৯ মার্চ বিকেল ৩টা ৫৮ মিনিটে পিএসটি সময় শাওয়ালের নতুন চাঁদ (সংযোগ) ঘটবে। তবে, চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কোণিক বিভাজন, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর চাঁদের গোচর হওয়ার সম্ভাবনা নির্ভরশীল।
তাদের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবে আগামী ২৯ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব। কারণ, মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় ৫ ঘণ্টা হবে। এর ফলে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে তারা ৩১ মার্চ ঈদ উদযাপন করতে পারে।
তাদের গবেষণা অনুযায়ী, পাকিস্তানে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এর ফলে, পাকিস্তানে রোজা ২৯টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে পাকিস্তানেও ঈদুল ফিতরের সম্ভাব্য প্রথম দিন আগামী ৩১ মার্চ। একইভাবে বাংলাদেশেও ওইদিন তথা ৩১ মার্চ ঈদ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের বলেন, ২৯ মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র ১ ঘন্টা ১৬ মিনিট। এ চাঁদ খালি চোখে তো নয়ই, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ ৩০ মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন সেটির বয়স ২৫ ঘন্টা ১৬ মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। তাই বাংলাদেশে ২৯ রোজা এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আফ্রিকার দেশ মরক্কোতেও ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ৩১ মার্চ। আর ইন্দোনেশিয়া বাংলাদেশের একদিন আগে রোজা শুরু করেছিল। মালয়েশিয়া করেছিল বাংলাদেশের সাথে। কিন্তু দুটো দেশেই এবার ঈদ হবার সম্ভাবনা বাংলাদেশের সাথে। কারণ ২৯ মার্চ যখন জাকার্তায় সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স মাত্র ২ মিনিট, এ চাঁদ কোনোভাবেই দেখা যাবে না। আর কুয়ালালামপুরে যখন সূর্যাস্ত হবে তখন চাঁদের বয়স হবে ২৫ মিনিট। তাই দেশ দুটোতে ৩১ মার্চ ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা।
Posted ০৮:২২ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain