
ওবায়দুল কবীর খোকন | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
বার্মিংহাম (যুক্তরাজ্য) থেকে : যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী গণমাধ্যম কর্মীদের সংগঠন বার্মিংহামে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের আয়োজনে বার্মিংহামে বসবাসরত কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪শে মার্চ সোমবার বার্মিংহামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ আহমদের সভাপতিত্বে ও ট্রেজারার জিয়া উদ্দিন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান বলেন, রমযান আমাদের শিক্ষা দেয় সংযমের। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জন করে। শারিরীক ও আত্মিক শক্তির উন্নতি সাধন করে। আমাদেরকে রমজান মাসের সিয়াম সাধনার শিক্ষাকে কাজে লাগিয়ে মানবজীবন পরিচালিত করতে হবে। সুন্দর কমিউনিটি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বার্মিহামে বাংলা প্রেসক্লাব কমিউনিটির বিভিন্ন সমসাময়িক ইস্যু ও কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেসক্লাবের সংবাদ কর্মীরা শুধু সাংবাদিকতা নয় একেকজন সমাজের একজন সুনাগরিক হিসেবে যুক্তরাজ্যর মূল ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি আগামীতে যুক্তরাজ্যের মূল ধারার গুরুত্বপূর্ণ পেশায় বাংলাদেশী নতুন প্রজন্মরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই জন্য কমিউনিটির সবাইকে একযোগে কাজ করার আহবান জানান ।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ আবদুল খালিক, মসুদ আহমেদ। মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা কাদির আল হাসান, এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বার্মিহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা এটিএম মোকাররম হাসান ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, একাউন্টেন্ট আবু নওশাদ, বিশিষ্ট ব্যবসায়ি আহমেদ আলী ববি, মনির আহমেদ, আবদুল হালিম, মুরাদ খান, মিছবাউর রহমান, কমিউনিটি নেতা কামরুল হাসান চুন্নু, আবদুল আজিজ, বিশিষ্ট কবি সৈয়দ মবনু, বার্মিংহাম হাইকমিশনের কর্মকর্তা নাজমুস সাকিব, ইশতিয়াক আহমেদ, এনটিভি ইউরোপের ব্যাুরো প্রধান ও প্রেস ক্লাবের সহ সভাপতি ফারসু আহমেদ চৌধুরী, চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি বদরুল আলম, মোহাম্মদ এনামুল হক এনাম, নুরুল হক শীপু, বাহার উদ্দিন, মোহাম্মদ মোস্তফা লিমন প্রমুখ।
Posted ০৬:০৯ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin